এফএনএস বিদেশ : একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকা-ে ছয় শিশুসহ সাতজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিটি হাসপাতালে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনা জানতে তদন্ত করা হচ্ছে। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। পিটিআই জানিয়েছে, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ছয় জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, অগ্নিকা-ের ঘটনায় ওই হাসপাতাল থেকে ধোঁয়া উড়ছে। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ের ঘটনায় অন্য রোগীদের উদ্ধার করে পার্শ্ববর্তী এক হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র : এনডিটিভি