কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিনের নেতৃত্বে বুধবার বিকালে থানার এসাই সেকেন্দার আলী ও এএসআই ইমদাদুল হক অভিযান চালিয়ে কেঁড়াগাছি ইউনিয়নের হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ২ ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া গ্রামের বিষ্ণুপদ মন্ডলের ছেলে মিঠুন মন্ডল(২৬) ও একই গ্রামের সুবল মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল(৪০)। থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।