বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে নলতা ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার বিকাল ৩টায় লক্ষ টাকার ৮ দলীয় নলতা ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় প্রথম অর্ধে মহিষকুড় সূর্য্য সৈনিক ক্লাবের ১০ নম্বর জাছি ধারি নাইজেরিয়ান খেলোয়াড় চিপস গোল করে এগিয়ে নেয়। খেলার দ্বিতীয় অর্ধে হাজিপুর ইয়ংস্টার ক্লাবের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় আকাশ গোল করলে খেলায় সমতা আসে। খেলা শেষে টাইব্রেকারে মহিষকুড় সূর্য্য সৈনিক ক্লাব ৪ এবং হাজিপুর ইয়ং স্টার ক্লাব ২ গোল করে। খেলা শেষে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি প্রদান করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অনুজা মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, কাঠুরিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল ইসলাম, নলতা রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ, নলতা ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম খোকন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বিএনপি নেতা মিলন কুমার, কাজী আলাউদ্দীন কলেজের প্রভাষক আব্দুল হামিদ, নলতার এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, ইন্দ্রনগরের আব্দুস সবুর গাজী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। সহকারী ছিলেন সৈয়দ মোমিনুর রহমান, মঞ্জুর এলাহী বাবু ও মেহেদী হাসান বাবু, ম্যাচ রেফারি সুকুমার দাশ বাচ্চু। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মহেশকুর ক্লাবের চিপস ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন হাজিপুর হাজীপুর ইয়ং স্টার ক্লাবের ফরেন খেলোয়াড় ইব্রাহিম। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।