রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

দেবহাটায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় মেধাবীতে অংশ গ্রহন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

দেবহাটা অফিস ॥ দেবহাটায় কিশোরকন্ঠ পাঠক ফোরামের ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা গতকাল সখিপুর ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয। এতে বিভিন্ন স্কুল ও মাদরাসার ৫ম থেকে ১০ম শ্রেণির প্রায় ১৬৬ জন শিক্ষার্থী অং মধ্যে ৫৯ জন ছেলে ও ১০৭ জন মেয়ে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করে। তারা এ বছরের বৃত্তি পরীক্ষার আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামকে ধন্যবাদ জানান। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দেবহাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, জেলা জামায়াত নেতা আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াত আমীর ও কোমরপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা অলিউল ইসলাম, সখিপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দেবহাটা উপজেলা শাখার চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন প্রমুখ। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দেবহাটা উপজেলা শাখার চেয়ারম্যান রোকনুজ্জাম বলেন আমরা চাই দেশে এমন একটি প্রজম্ম গড়ে উঠুক যারা আগামীর বাংলাদেশ সততা ও নিষ্ঠার মাধ্যমে নেতৃত্ব দিবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com