তালা প্রতিনিধি ॥ তালায় ক্যামেরাবন্দী ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বের ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তালা শাখার আয়োজনে পুরাতন বি,দে স্কুল মাঠ প্রাঙ্গণে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চয়লনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান,উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম লিটু প্রমূখ।এছাড়াও বক্তব্য রাখেন,তালা থানার ছাত্রশীবিরের সভাপতি জামানুল বান্না ছাত্রদেরর আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান,সদস্য সচিব এস,কে ফারুক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ কাদের,মীর্জা সাকিব,মোঃ রবিউল ইসলাম,জালাল আহমেদ প্রমূখ। আলোচনা সভা শেষে ডিজিটাল পর্দার মাধ্যমে জুলাই আগষ্টের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সৈরাচারী সরকার ছাত্র জনতার উপর যে অত্যাচার, নির্যাতন করেছিলো ক্যামেরাবন্দী কিছু আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।