বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৬ টায় জামায়াতে ইসলামী নূরনগর শাখার আয়োজনে ইউনিয়ন অফিস কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর ইউনিয়ন শাখার আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন। সহকারি সেক্রেটারি মোঃ আশরাফুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমায়াত ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকাত হোসেন বাবু, বাইতুল মাল সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন, অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, সহকারি অফিস সম্পাদক মোঃ নাজমুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোঃ নজরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, মাহবুব রহমান, ব্যবসায়ী আশরাফ আলী প্রমুখ। উক্ত সভায় সকাল ৭টায় স্মৃতিসৌধে ফুলের স্থাপক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মিছিল সহ বিভিন্ন প্রস্তুতির সিদ্ধান্ত গৃহীত হয়।