বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাজার ব্যবস্থা স্থিতিশীল করা জরুরী প্রয়োজন বিদ্যুৎ ও জ্বালানীর মূল্য হ্রাস \ ভ্যাট আরোপ নয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

দৃষ্টিপাত রিপোর্ট \ দেশের বাজার ব্যবস্থা স্থিতিশীল এবং পণ্য সামগ্রী ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকাটাই বর্তমান সময়ে সর্বাপেক্ষা স্বস্তির বিষয়। কিন্তু প্রতিনিয়ত পণ্য সামগ্রীর মূল্য বেড়েই চলেছে। এক্ষেত্রে কেবলমাত্র সিন্ডিকেট ব্যবস্থা, অবৈধ মজুদদার বা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিই একমাত্র কারণ নয়, প্রতিটি উৎপাদিত পণ্যের সাথে বিদ্যুৎ এবং জ্বালানীর সম্পর্ক অত্যন্ত গভীর। বর্তমান সময়ে কৃষি পণ্য তেকে শুরু করে সবধরনের উৎপাদিত পণ্যে জ্বালানির বিষয়টি অগ্রগণ্য অর্থাৎ জ্বালানী ব্যতিত উৎপাদন ব্যবস্থা বিপন্ন, গত কয়েক বছরে দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানী ও গ্যাসের মূল্য বেড়েছে। উৎপাদনকারীদের পণ্য সামগ্রী উৎপাদনে বিদ্যুতের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। যন্ত্রচালিত উৎপাদন ব্যবস্থায় ডিজেল সহ বিদ্যুতের ব্যবহার থেমে নেই। যেহেতু বিদ্যুতের আর জ্বালানীর মূল্যের সাথে পণ্য সামগ্রীর উৎপাদন খরচ জড়িত যে কারণে দিনে দিনে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাচ্ছে। এখানেই শেষ নয় উৎপাদিত কৃষি, শিল্প, মুদী বা অপরাপর পণ্য সামগ্রী বাজারজাতকরণের ক্ষেত্রে পরিবহণ সঙ্গী হতে হয়। জ্বালানী তেলের মূল্যের সাথে পণ্য পরিবহণ সম্পৃক্ত বিধায় অতীতে যে পণ্য বহন করতে যেমন খরচ আসতো বর্তমান সময়ে তা বেশি আসছে। উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধির যে ঘোড়া ছুটছে তার ধকল ক্রেতাদেরকেই সইতে হচ্ছে। গত পনের বছরের অধিক সময় যাবৎ দেশের ব্যবসা—বাণিজ্য, উৎপাদন সহ অর্থনীতি বিশেষ গোষ্ঠীর হাতে জিম্মি ছিল। শাসক দলের সাথে জড়িত দুবৃত্তরা সাধারণ মানুষের কথা বিবেচনায় না এনে অর্থনৈতিক সুবিধা ও অনৈতিকভাবে ক্রেতা তথা জনসাধারণকে জিম্মী করেছিল। কিন্তু বর্তমানের চিত্র এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে ব্যতিক্রম। আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুষের নেতৃত্বে দেশে অন্তবর্তীকালীন সরকার বিদ্যমান। ইতিমধ্যে গণতন্ত্রের পথেয় এই সরকার জনবান্ধব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বিধায় সরকারের কাছে জনসাধারণের প্রত্যাশাও সর্বাধিক। দেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যে কারণে বিদ্যুৎ, জ্বালানী এবং গ্যাসের মূল্য কমালে অর্থাৎ সাশ্রয় পর্যায়ে আসলে উৎপাদন খরচে তার সুফল পড়বে পক্ষান্তরে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ অপরাপর পণ্যের মূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে। রেমিটেন্স আসছে সবই অন্তবর্তী সরকারের সফলতা বিধায় জনবান্ধব সরকারের জ্বালানী ও বিদ্যুতের মূল্য কমালে তা জনসাধারণের জন্য বিশেষ সহায়ক হবে এমনটি মনে করেন ভূক্তভোগীরা। খবরে প্রকাশ মূল্যসংযোজন কর ভ্যাট বিষয়ে কতৃর্পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যার ফলশ্রম্নতিতে ১০টি খাতে ভ্যাট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থনীতিকে এগিয়ে নিতে ভ্যাট বসানো ইতিবাচক হলেও পরিস্থিতি, বাস্তবতা বিবেচনার বিকল্প নেই। সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য ভ্যাট আরোপ এর বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। দেশের বাজার ব্যবস্থায় জনসাধারণ যদি স্বস্তি অনুভব না করে তাহলে পরিস্থিতি সহায়ক নয়। ক্রেতা সাধারণ বাজারে যেয়ে বাজারের ব্যাগ হাতে ঘুরবে। কোনটা বাদ দিয়ে কোনটা ক্রয় করবে আবার কাছে থাকা টাকার বিষয়টি নিয়েও দ্বিধায় থাকবে এমন পরিস্থিতির মুখোমুখি হতে পরিত্রাণ পেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com