দেবহাটা অফিস \ দেবহাটায় মহান বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন এর আয়োজনে দিবসের প্রথম প্রারম্ভে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী এবং দ্বিতীয় পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দেবহাটা থানা ওসি হযরত আলী। জেলা জামায়াতের সহসেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, বিএনপি আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ হাফিজুর রহমান সহ উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তারা। এদিকে দেবহাটার সরকারি খান বাহাদুর আহছান উল্ল্যা কলেজ, দেবহাটা কলেজ, হাজি কেরাম উদ্দীন মেমোরিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় মহান বুদ্ধিজীবী দিবস।