কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিনের অফিসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচউদ্দিন উদ্দিন, জেলা বিএনপির অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসেন, সহ—সভাপতি আখলাকুর রহমান শেলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এমএ রব শাহীন, খালিদ খান, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি শওকত হোসেন, যুবদলের আহ্বায়ক আব্দুল হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, পৌর কৃষকদলের আহ্বায়ক মোতাহার হোসেন, সদস্য সচিব মোঃ, কুদ্দুস, স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, আব্দুস সালাম দিলু, যুবদল নেতা বাবু, মোজাম হোসেন , বাবু সাচ্চু, চঞ্চল, টুটুল, পাইলট প্রমূখ। সভায় দলীয় নেতাকর্মীদের সরকারি প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে সকাল সাড়ে আটটায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও জাতির কৃতী সন্তানদের বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কলারোয়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, থানার অফিসার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া পৌরসভার নাজমুল হোসেন, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, বিএম আফজাল হোসেন পলাশ, আশরাফুজ্জামান বাবু, এসএম নিউজের সোহাগ হোসেন, কলারোয়া নিউজের সিয়াম, ইউএনও অফিসের সিএ তাসদিকুর রহমান, এম এ মান্নান, সেবার সম্পাদক মিজানুর রহমান নানা পেশার মানুষ। শহীদ মিনার চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলারোয়া ফুটবল ময়দান সংলগ্ন গণকবর ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা বিএনপির সহ—সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, মুক্তিযোদ্ধা আমান উল্লাহ খান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন প্রমুখ।