স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন,দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। যে জাতি শিক্ষায় উন্নত সেই জাতি নেতৃত্ব প্রদান করে। বুদ্ধিজীবীরা মেধাকে বিক্রি করে না। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বুদ্ধিজীবী দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,জেলা আইনজীবী সমিতির সহ—সভাপতি এড এম আবুবকর । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন, স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ মইনুল ইসলাম মঈন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ ইমরান হোসেন,নাজমুল হাসান,জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াদ কামাল রনি, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা। এর পূর্বে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক—শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।