বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্যামনগরে মৃত্যুর চার মাস পর কবর থেকে গৃহবধুর মরদেহ উত্তোলন দেবহাটায় জামায়াতের আয়োজনে কুরআন শিক্ষায় মুহাদ্দিস রবিউল বাসার উচ্চতায় পৌছানো রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্র আলো ঝলমলে দ্যুতি ছড়ানো সৃষ্টিশীলতার অনন্য ক্ষেত্র কুলিয়ার টিকেট কালীপূজা পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ ভোমরায় টাস্কফোর্সের অভিযানে ৩ টন রসুন উদ্ধার সহ লাখ টাকা জরিমানা খলিশখালী সচেতনতামূলক নারী সমাবেশ বাস্তবায়ন সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা পুলিশ বিজয় দিবস উপলক্ষ্যে শিবিরের ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালিত

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ মুক্তচিন্তা বুদ্ধিসম্পন্ন জাতি গঠনের প্রত্যয় নিয়ে সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসুচী গ্রহন করা হয়। এর আগে গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিস্থম্ভে পুষ্পার্ঘ্য অর্পনসহ শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দিবসের তাৎপয্যর্ তুলে ধরে পরবর্তীতে সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক, নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশুন্য করার অপপ্রয়াসের ঘটনায় তীব্র নিন্দা জানান। এছাড়া শহীদ বুদ্ধিজীবিদের ত্যাগের উপর দাড়িয়ে আদর্শিক সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বার মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ রেজাউল ইসলাম, প্রাক্তন শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী প্রমুখ। এদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন কলেজ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করে। অধ্যক্ষ ড. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. প্রতাপ কুমার রায়, ইসলামী শিক্ষা বিভাগের প্রধান ড. মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক—শিক্ষার্থীসহ রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট সদস্যসহ কলেজের অপরাপর কর্মকর্তা কর্মচারীরা। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সুন্দরবনে জেলের জালে ৩৩ কেজি ওজনের জাবা ভোলা, বিক্রি হলো ৩ লাখ ১২ হাজার টাকা
বিশেষ প্রতিনিধি \ সুন্দরবনে মৎস্য শিকাররত এক জেলের জালে উঠলো ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ। যা তিন লাখ ১২ হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেন মাছ নিয়ে লোকালয়ে ফিরলে মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি কিনে নেন। জেলে দেলোয়ার হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাশ নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ ধরা পড়ে। যা ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রসঙ্গত, জাবা ভোলা মাছের ফুলকো জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জনশ্রুতি আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com