দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার আয়োজনে ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবদল আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, প্রাক্তন মেম্বর আব্দুর রাজ্জাক, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবক আবু রায়হান তিতু, সোলাইমান হোসেন, সচিব গোলাম রব্বানী, ইউপি মেম্বর মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নাজিম সরদার, আবুল হোসেন প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন অগ্রগতি সংস্থার আবু বক্কর ছিদ্দিক, সীমান্ত মানব পাচার রোধে সতর্ক, বিদেশে যাওয়ার ক্ষেত্রে অতি সতর্ক থাকতে হবে এমন বহুবিধ বক্তব্য ছিল কর্মশালায়।