তালা প্রতিনিধি ॥ তালার শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। রবিবার সকালে তালা উপজেলার মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন, তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন, তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য মোঃ ফয়সাল হোসেন, কাজী ইমদাদুল বারী জীবন,পার্থ প্রতিম মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মীর্জা (৩ পাতায় ৩ কলামে)
সাকিব, শাহ জালাল আহমেদসহ সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী প্রমূখ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তালায় ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশীল সরকার, শহীদ ডাঃ আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।