বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশে তিন মাসে বেহাত অর্ধলক্ষাধিক মোবাইল ফোন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস এক্সক্লুসিভ: সারাদেশে তিন মাসেই বেহাত হয়েছে অর্ধলক্ষাধিক মোবাইল ফোন। কিন্তু ওই তুলনায় উদ্ধার খুবই কম। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতি মাসে গড়ে ১৮ হাজার ৫০৭টি মোবাইল ফোন বেহাত হচ্ছে। ওসব ঘটনার প্রায় সবকটিতেই হারানোর জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে। আর হারানো জিডির সূত্রে পুলিশ মাসে গড়ে প্রায় ৩ হাজার ২০০ মোবাইল ফোনসেট উদ্ধার করতে পারছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চুরি, পকেটমার ও ছিনতাই হলেও পুলিশের খাতায় তা হারানোর জিডি হিসেবে তালিকাভুক্ত হচ্ছে। বিপুলসংখ্যক মোবাইল ফোন চুরি-ছিনতাই ঠেকাতে সম্প্রতি নড়েচড়ে বসেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের প্রতিটি ইউনিটে মোবাইল চুরি ও ছিনতাইয়ের সিন্ডিকেট ভাঙতে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধারে পুলিশকে আরো সক্রিয় হতে বলা হয়েছে। তাছাড়া পুলিশ সদর দপ্তর চোরাই মোবাইল ফোন বিক্রির স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান চালাতে বলা হয়েছে। পুলিশ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশজুড়ে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৫৫ হাজার ৫২২টি মোবাইল ফোন বেহাত হয়েছে। ওই হিসেবে মাসে গড়ে ১৮ হাজার ৫০৭টি এবং দিনে গড়ে ৬১৫টি মোবাইল ফোন বেহাত হচ্ছে। কিন্তু ওই তিন মাসে মামলা হয়েছে মাত্র ৩৭টি। তবে হারানোর জিডি হয়েছে ৫৫ হাজার ৪৮৫টি। আর বেশিসংখ্যক মোবাইল ফোন বেহাত হলেও উদ্ধার একেবারে কম। তিন মাসে মাত্র ৯ হাজার ৭৩১টি ফোনসেট উদ্ধার করতে পেরেছে পুলিশ। অর্থাৎ মাসে গড়ে ৩ হাজার ২৪৩টি। সূত্র জানায়, বিগত জুলাই মাসে সারা দেশে মোবাইল ফোন হারানোর জিডি হয় ১৮ হাজার ৬৫৩টি। পাশাপাশি ছিনতাই বা চুরির ঘটনায় মামলা হয় ২৯টি। ওই মাসে পুলিশ বেহাত হওয়া ৫ হাজার ২৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে। পরের মাসে হারানোর জিডি হয় ১৩ হাজার ৯৪৪টি এবং মামলা হয় মাত্র দুটি। তবে উদ্ধার করা হয় মাত্র ১ হাজার ৭৫৮টি। গত সেপ্টেম্বরে সারা দেশের থানাগুলোতে হারানোর জিডি হয় ২২ হাজার ৮৮৮টি, মামলা হয় মাত্র ৬টি। আর উদ্ধার হয় ২ হাজার ৭১৭টি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আলোচনা হয়। বৈঠকে বলা হয়, হারানো মোবাইল ফোনের বিষয় নিয়ে পুলিশের সব ইউনিটকে অ্যানালাইসিস করে কাজ করতে হবে। চোরাই মোবাইল যে জায়গায় বিক্রি হয়, ওই জায়গাগুলোকে যদি চিহ্নিত করা না যায় তবে চুরি বন্ধ করা সম্ভব হবে না। তাছাড়া হারানো মোবাইল উদ্ধার ও চোরাই মোবাইল বিক্রির স্থান চিহ্নিত করে নিয়মিত অভিযান চালাতে হবে। সূত্র আরো জানায়, মোবাইল ফোন ছিনতাই হলে থানা পুলিশ ছিনতাই মামলা নিতে অনেক ক্ষেত্রে অনীহা দেখায়। বরং হারানো জিডি করতে উৎসাহিত করা হয়। পাশাপাশি ভুক্তভোগীও থানা ও আদালতে যাতায়াতের ঝামেলা এড়াতে ছিনতাইয়ের শিকার হয়েও হারানো জিডি করে। এতে মোবাইল ফোন ছিনতাই হলেও পুলিশের খাতায় তা হারানো হিসেবেই লিপিবদ্ধ হয়ে থাকে। থানা পুলিশ ছাড়াও ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ছিনতাই, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে কাজ করে আসছে। বেশিরভাগ মোবাইল ফোন বেহাত হলে চোর সিন্ডিকেটের সদস্যরা সেগুলোর আইএমআই নম্বর বদলে ফেলে। এতে ওসব মোবাইল ফোন সক্রিয় থাকলেও তা আর উদ্ধার করা সম্ভব হয় না। তাছাড়া অনেক ক্ষেত্রে দামি ফোনসেটগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের বাইরে নিয়ে ওসব ফোন সচল করলে তা আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না। এদিকে এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান জানান, ছিনতাইয়ের শিকার হয়ে কারো মোবাইল ফোন খোয়া গেলে বা চুরি হলে সেভাবেই আইন অনুযায়ী মামলা নেবে থানা। সেক্ষেত্রে ভুক্তভোগীকে মামলা করতে হবে এবং পুলিশও আইন অনুযায়ী মামলা নেবে। আর হারিয়ে গেলে জিডি হবে এটাই স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com