ঝাউডাঙ্গা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি\ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের শিশু শিক্ষার্্্্্্্্্্্্্্্্ ঐতিহ্যবাহী প্রাতিষ্ঠান পাথরঘাটা প্রি—ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় ও বিন¤্র শ্রদ্ধায় পালিত হলো মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় স্কুল মাঠে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম শিপলুর সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা রেব করা হয় যাহা ঝাউডাঙ্গা বাজার, ঝাউডাঙ্গা প্রাইমারী,ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠ প্রদক্ষীন করে পাথর ঘাটা স্কুলে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রা ও র্যালীতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, অসীম কুমার, নাজমুল হোসাইন, আব্দুর রহমান, আব্দুল ওহাব, সিরাজুল ইসলাম, ময়না ম্যাম, সাথী ম্যাম, তরুন কুমার। এ সময় শিক্ষক শিক্ষীকা মন্ডলী মহান বিজয় দিবসের তাৎপার্য তুলে ধরেন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে।