বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। (১৬ ডিসেম্বর) সোমবার সকাল ৮টায় সোহরাওয়ার্দী পার্কের বিজয় স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠন, রোকেয়া মুনসুর মহিলা কলেজ, সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটি, আনসার ভিডিপি, লেডিসক্লাব, বিভিন্ন এনজিওসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল সাড়ে ৮টায় মহৎপুর সরকারি কবরস্থানে বীর শহীদদের মাজার জিয়ারত শেষে সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলণ করেন উপজেলা নিবার্হী কর্মকতার্ অনুজা মন্ডল। এরপর ফিতা—কেটে ও কবুতর উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন তিনি। পরবতীর্তে উপজলা পরিষদ মাঠের মুক্তমঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন ও সহকারী শিক্ষা কর্মকতার্ মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক আমির হামজা প্রমুখ। এরপর একই মঞ্চে ফারুক বয়াতী ও তার দল জারী গান পরিবেশিত হয়। বিকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন বানাম মুক্তিযোদ্ধা সুধি সমন্বয় একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নৃত্য, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা—কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com