গতকাল সোমবার সকালে কালীগঞ্জের পূর্বনারায়নপুর চালতেতলা সার্বজনীন দুর্গা মন্দিরের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আনুমানিক ১৯৭২ সাল থেকে সার্বজনীন দুর্গা মন্দিরটিতে দুর্গা মায়ের পূজা সহ বিভিন্ন পূজা অর্চনা অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশের হয়ে আসছে। দুর্গা মন্দির সংস্কার কমিটির আহ্বায়ক পুলক হালদারের দানকৃত জায়গায় গতকাল সকালে সাবেক মেম্বর নিরঞ্জন ঘোষ, স্বামী বিবেকানন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা মানিক চন্দ্র ঘোষ, নিরাপদ ঘোষ, চিত্তরঞ্জন ঘোষ, বাটুল ঘোষ উপস্থিত থেকে মন্দির পুনঃনির্মান কাজের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কৃত্তিবাস ঘোষ, সাধারণ সম্পাদক পুলক হালদার, সহ—সভাপতি স্বপন ঘোষ, অরুণ ঘোষ, সুজিত ঘোষ, স্বপন হালদার, জগন্নাথ ঘোষ, বাবলু ঘোষ, অনীল ঘোষ, প্রবীর ঘোষ, বিক্রমজিত ঘোষ, শংকর ঘোষ, শংকর ঘোষ মন্টি, অরুণ ঘোষ, জপেন ঘোষ, রাজু ঘোষ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি