এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস—২০২৪ উদযাপিত হয়েছে। মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের জীবনে এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালে পাকিস্তানী বর্বর হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জিত হয়েছিল রক্তে রঞ্জিত আমাদের লাল সবুজের পতাকা। স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শ্যামনগর থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বাংলাদেশ সরকারের প্রশাসনিক বিভিন্ন বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান বিজয় দিবসে গোপালপুর স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্প মাল্য অর্পণ করেন, কবর জিয়ারত ও দোয়া করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এর পরে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর থানা, শ্যামনগর সরকারি মহসীন কলেজ, উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন। পুষ্প মাল্য অর্পণ শেষে গোপালপুর মুক্তিযোদ্ধাদের কবরস্থান জিয়ারত করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে মৃত্যুবরণকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর মডার্ন স্কুল মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ রনী খাতুন জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করেন। এ সময় থানা অফিসার ইনচার মোঃ হুমায়ূন করীর মোল্লা এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকসদ দল উপস্থিত মুক্তিযোদ্ধা সহ অতিথিবৃন্দকে গার্ড অফ অর্ডার প্রদান করেন। বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবাহক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী, উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুর রহমান, সেক্রেটারি মাওঃ মোঃ গোলাম মোস্তফা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্কুল—কলেজের শিক্ষক—শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকাল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর সরকারি হরিচরণ মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন।