এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে জাহাঙ্গীর ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে সূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে আটটি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা/ক্রেডিট করেছেন এবং বিভিন্ন মাধ্যমে ওই অর্থ উত্তোলন ও স্থানান্তর করা হয়েছে। দুদকের অনুসন্ধানের সূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম এসব অর্থ অর্জন করে নিজের এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ব্যাংকে একাধিক হিসাব খুলেছেন। তার আটটি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে সর্বমোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা হয়েছে এবং ৬২৪ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৬৭১ টাকা উত্তোলন করা হয়েছে। এসব লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া, জাহাঙ্গীরের মালিকানাধীন স্কাই রি—অ্যারেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি অ্যাকাউন্টে ২০২৪ সালের প্রথম ৫ মাসে ৮৩ দিনে ১৭৮ কোটি টাকা জমা ও উত্তোলন করা হয়েছে। আরেকটি মামলায় তার স্ত্রী কামরুন নাহারকেও আসামি করা হয়েছে। তিনি নিজ নামে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। প্রসঙ্গত, গত ১৪ জুলাই শেখ হাসিনা চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আমার বাসার পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এই মন্তব্যের পর আলোচনায় আসেন সেই পিয়ন মো. জাহাঙ্গীর আলম।