আন্তর্জাতিক বিশ্ব বর্তমান সময় যুদ্ধের ঘনঘটা। বিশ্বের দেশে দেশে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারনে অর্থনীতি সহ আর্থ সামাজিক পরিস্থিতি ও বাস্তবতা বিপন্ন হওয়ার উপক্রম ঘটেছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব নেতৃত্ব বা বিশ্বের চরম পরাশক্তি দেশগুলো দৃশ্যতঃ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। আর দ্বিধাবিভক্ত বিশ্ব নেতৃত্ব ও বিশ্ব ব্যবস্থার এক অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অন্য অংশ রাশিয়ার পক্ষে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ভয়াবহতা এবং হিরোশিমা ও নাগাশিকগোতে পারমানবিক বোমার সেই তেজক্রীয়তা, ভয়াবহতার ক্ষত এবং অভিশাপ বিশ্ববাসি বছরের পর বছর, যুগের পর যুগ বয়ে বেড়াচ্ছে। বর্তমান সময়ে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ চলমান। বিশ্বের অন্যতম শাক্তিশালী এবং পারমানবিক বোমার অধিকারী রাশিয়ার দুর্বল এবং কমশক্তিশালী দেশটি সহজেই রাশিয়া সেনারা দখল করতে সক্ষম। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা, রাশিয়ার মত বৃহৎ ক্ষমতাশালী এবং সামরিক শক্তি সম্পন্ন দেশটি ইউক্রেন কে দখল করতে এমন বেগ পেতে হচ্ছে কেন? ইউক্রেনের সেনা বাহিনী কোন শক্তি বা কিসের বিনিময়ে রাশিয়ান বাহিনীকে চরম ভাবে প্রতিরোধ করতে পারছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বিশ্ববাসি আশঙ্কা করছেন পারমানবিক বোমার বিস্ফরন ঘটানোর। কোন অবস্থাতেই পারমানবিক যুদ্ধ নয় এটাই হোক শ্লোগান।