স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সব মুক্তিযোদ্ধার সম্মান সমান। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সবাইকে সমান সম্মান দিতে হবে। এদেশ আপনার আমার সকলের। ধর্ম বর্ণ নির্বিশেষে সবক্ষেত্রে সমঅধিকার থাকবে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি বৈরী আচরণ করবে না। এদেশ সম্পর্কে কেউ খারাপ আচরণ করলে প্রতিবাদ করতে হবে। তিনি আরো বলেন, এদেশে কোন প্রকার বৈষম্য থাকবে না। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। ঐক্যের অভাব নেই। মহান স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা ,পুলিশ বীর মুক্তিযোদ্ধা সহ সকল শ্রেণী পেশার মানুষ বিজয় এনেছিল। তাদের বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। পুলিশের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ অপরাধীদের ধরে আইনের আওতায় সোপর্দ করে। বিজয় দিবসে মহান স্বাধীনতা যুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদদের ও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সিনিয়র পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, পুলিশ পরিদর্শক মোঃ ফারুক হোসেন, মোঃ রেজাউল করিম, মোঃ জাকির হোসেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, দীনেশ চন্দ্র মন্ডল প্রমূখ। এছাড়া পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সদস্যরাও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মো: মনিরুল ইসলাম। উল্লেখ্য ৩২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।