দৃষ্টিপাত রিপোর্ট \ বাংলাদেশ ভারত বিভক্তকরণ খরস্রোত ইছামতির তীর যেন একখন্ড অনন্য অসাধারণ আলোঝলমলে, আলোর বিচ্ছুরণ আর দ্যুতি ছড়ানো দিগন্তবিস্তৃত নয়নাভিরম বাংলাদেশের জয়গান। হঁ্যা বলছিলাম রূপসী দেবহাটা ম্যানগ্রোভের কথা। হাটি হাটি পা করে, চলতে চলতে উচ্চতায় পৌছাতে পৌছাতে বর্তমান সময়ে এক পরিপূর্ণ পর্যটন কেন্দ্রের বরপুত্রে পরিণত হয়েছে সীমান্তর নৈসঙ্গিক রুপসুধার দেবহাটা সম্মান মর্যাদাক্ষাত রূপসী ম্যানগ্রোভ। এক দশকের বেশী সময় যাবৎ তিলে তিলে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রটি বর্তমান সময়ে ষোলকলায় পূর্ণতা পেয়েছ সত্যিকার অর্থে রূপে গুনে গ্রহণযোগ্যতায় পরিপূর্ণতা পেয়েছে। গত দশ এগার মাসের ব্যবধানে ম্যানগ্রোভটির পরিধি, নতুন নতুন সংযোজন, সংস্কার, পর্যটকদের বিশ্রামগার, পিকনিক স্পর্ট সংস্কার, বনায়ন, বন অভ্যন্তরে চলাচল, অবকাঠামোগত উন্নয়ন, লেক সৌন্দর্য বৃদ্ধিকরণ দেশের তথা সাতক্ষীরার হারিয়ে যেতে থাকা ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ সব ক্ষেত্রে যেমন সৃষ্টিশীলতাকে প্রাধান্য দেওয়া হয়েছে অনুরূপ সুন্দরবনের আদলে আরেক সবুজের সমারোহ আর জীববৈচিত্রপূর্ণ বনের প্রতিমুখ বির্নিমান হয়েছে। বর্তমানে মনোমুগ্ধকর জৌলুস আর যৌবনে ভরা ম্যানগ্রোভটির সাথে বারবার আলোচিত নাম দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। সৃষ্টিশীল প্রকৃতি বন্ধু দেবহাটা নির্বাহী অফিসার এর অদম্য ইচ্ছাশক্তি এবং সৃষ্টিশীলতায় রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্রটি সত্যিকার অর্থে দেবহাটাকে কেবল সমৃদ্ধ করেনি দেবহাটাকে সম্মানিত করেছে। সাতক্ষীরার সীমানা পেরিয়ে জাতীয়ভাবে আলোকিত নামে পরিণত হয়েছে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্র। প্রতিদিনই ভ্রমণ পিপাসু বা পারিবারিক আবহে এই ম্যানগ্রোভে আসছে। প্রকৃতি, বন, নদী আর হারানো ঐতিহ্যের সাথে সময় দিচ্ছে। ছোট্ট সোনা মনিরা মনের আনন্দে ছোটাছুটি করছে। দুরন্ত খরস্রোত ইছামতিও যেন ম্যানগ্রোভের সৌন্দর্য নিরব, নিথর, স্রোতহীন হয়ে ম্যানগ্রোভে আগতদেরকে আথিয়েতা দিচ্ছে। ম্যানগ্রোভের অভ্যন্তর হতে উচ্ছ্বাসমাখা নৌকায় উৎসবমুখরতায় ইছামতিতে ঘুরছে অবলিলায়। উপজেলা প্রশাসনের পক্ষ হতে ম্যানগ্রোভটি অভ্যন্তরীন পরিবেশকে কেবল প্রকৃতি বান্ধব রেখেছে তা নয় সব বয়সের সব শ্রেণির এবং পরিবারের সকল সদস্যের একসাথে ঘোরাঘুরি অবস্থান এর মহত্ব বজায় রেখেছে। শীতে ইতিমধ্যে ম্যানগ্রোভে অধিকতর প্রাণের সঞ্চার ঘটেছে। উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান দৃষ্টিপাতকে জানান উপজেলা প্রশাসন সাধ্যমত চেষ্টা করছে দেবহাটাবাসির ঐতিহ্য ম্যানগ্রোভকে অধিকতর এগিয়ে নিতে। তিনি আরও বলেন জাতীয়ভাবে আলোচিত হওয়ার সবধরনের সক্ষমতা অর্জনের পথে এই ম্যানগ্রোভ।