বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া স্মৃতি চার দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে কালী মন্দির মাঠে ভলিবল খেলায় শ্রীফলকাটী দি নিউ জেনারেশন ক্লাব, সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক ভলিবল দল, ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও খাঞ্জিয়া ভলিবল দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রানারআপ হয়েছেন শ্রীফলকাটী দি নিউ জেনারেশন ক্লাব। উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য সাবেক সংসদ কাজী আলাউদ্দিন। খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ—সভাপতি ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আশেক এলাহি মুন্না, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মাসুদুল আলম দোহা, প্রচার সম্পাদক আজিবর রহমান (আজিবর), সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সামাদ ঢালী, শ্যামনগর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। উল্লেখ্য শ্রীফলকাটী দি নিউ জেনারেশন ক্লাবের পক্ষে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় ভলিবল ক্যাপ্টেন হরষিত বিশ্বাস। ভবিবল খেলাটি পরিচালনা করেন সাতক্ষীরার ফিফা রেফারি মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর কবির ও জামাল হোসেন।