শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বেলুন ফেস্টুন উড়ানো, র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ পালিত হয়েছে। “প্রাবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার “এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ পাঠাতে হবে। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈধ পথে বিদেশ যেতে হবে। যে দেশে থাকবেন সেই দেশের নিয়ম মেনে চলতে হবে। বিদেশ গমনের পূর্বে সেই দেশের ভাষা আগে শিখতে হবে। বিদেশ গমনকারি নারী ও পুরুষকে বিদেশ গমনের পূর্বে নিজস্ব ব্যাংক একাউন্ট খুলে টাকা পাঠাবার পরামর্শ প্রদান করতে হবে। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, সদর থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল নূর ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিকী, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আক্তারুজ্জামান, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাগফুর রহমান, মো: আব্দুল হাই সিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষাবৃত্তির চেক এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর পূর্বে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মনিরুজ্জামান ও সাকিবু্র রহমান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com