হার দিয়ে অনূর্ধ্ব—১৯ এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করলো বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩২ বলে ২৭ রানের সূচনা করে বাংলাদেশ। ভালো শুরু এনে দেওয়ার পর ষষ্ঠ ওভারে সাজঘরে ফিরেন বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ছোয়া ও মোসাম্মত ইভা। ছোয়া ১০ ও ইভা ১৪ রান করেন। ২৮ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। পরের ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। ফলে ৪৬ রানে সপ্তম উইকেট পতন হয় বাংলাদেশের। তবে নবম ও দশম ব্যাটার দুই অংকের দেখা পেলে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। নয় নম্বরে নামা নিশিতা আকতার নিশি ১০ ও দশ নম্বরে নামা হাবিবা ইসলাম অপরাজিত ১১ রান করেন। ভারতের স্পিনার আয়ুশি শুক্লা ৯ রানে ৩ উইকেট নেন। জবাবে খেলতে নেমে ২২ রানে ২ উইকেট হারায় ভারত। দুই উইকেটই নেন বাংলাদেশের লেগ—স্পিনার আনিসা আকতার সোবা। এরপর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে ৪৭ বল বাকী রেখেই ভারতের জয় নিশ্চিত করেন গেঁাগাদি তৃষা ও অধিনায়ক নিকি প্রসাদ। তৃষা ১০টি চারে ৫৮ এবং প্রসাদ ২২ রানে অপরাজিত থাকেন। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে উঠেছিলো বাংলাদেশ নারী অনূর্ধ্ব—১৯ দল। আজ শুক্রবার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।