শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

লংকান টি—টোয়েন্টি দলে জায়গা পেলেননা ওয়েলালাগে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ সিরিজ থেকে শুধুমাত্র বাঁ—হাতি স্পিনার দুনিথ ওয়েলালাগেকে বাদ দিয়ে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি—টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। গত নভেম্বরে সর্বশেষ টি—টোয়েন্টি সিরিজটি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলেছিলো শ্রীলংকা। ওয়েলালাগে বাদে সিরিজের বাকী খেলোয়াড়দের দলে ধরে রেখেছে লংকানরা। ওয়েলালাগেকে বাদ দেওয়ার কারণ জানায়নি এসএলসি। তবে ধারণা করা হচ্ছে, নিউজিল্যান্ডের পেস বান্ধব কন্ডিশন বিবেচনায় টি—টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি ওয়েলালাগের। দেশের হয়ে এখন পর্যন্ত ৪টি টি—টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন তিনি। বর্তমানে লঙ্কা টি—টেন লিগে জাফনা টাইটান্সের হয়ে খেলছেন ওয়েলালাগে। নিউজিল্যান্ড সিরিজের জন্য দলে জায়গা ধরে রেখেছেন ব্যাটার ভানুকা রাজাপাকসা। ২১ মাস পর গত অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শ্রীলংকা টি—টোয়েন্টি দলে ফিরেন রাাজাপাকসে। ওয়েস্ট ইন্ডিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলেছেন তিনি। কিন্তু দুই সিরিজে ব্যাট হাতে ৪ ইনিংসে ৪১ রান করেও দলে টিকে গেছেন রাজাপাকসে। শ্রীলংকার সর্বশেষ তিন সিরিজের দলে থেকেও, কোন ম্যাচ খেলার সুযোগ পাননি ব্যাটার দিনেশ চান্ডিমাল। তারপরও দলে রাখা হয়েছে তাকে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি—টোয়েন্টি খেলেছেন তিনি। আগামী ২৮ ডিসেম্বর থেকে মাউন্ট মঙ্গানুইয়ে টি—টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। এরপর ৩০ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় এবং ২ জানুয়ারি নেলসনে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
শ্রীলংকা টি—টোয়েটি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকসা, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিন্দু উইক্রামাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com