বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষনের জন্য পানির ড্রাম বিতারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাউদান চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টের মাঠে উপকূলের ৯ ইউনিয়নের ২৪ পরিবারের মাঝে ড্রাম বিতারণ করা হয়। উক্ত বিতারণ অনুষ্ঠানে সাউদান ট্যারিটি ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আলমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে ড্রাম বিতারণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, মোঃ বিলাল হোসেন, সাউদান চ্যারিটি ফাউন্ডেশনের উপদেষ্টা ফরহাদ হোসেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাউদান চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য হাবিবুল্লা আল মানুন।