বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষে সুস্থ সংস্কৃতি সুর ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নূরনগর যুব জামায়াত ইসলামীর আয়োজনে নূরনগর নবীন সংঘ মাঠে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে প্রতিযোগিতার অংশবিশেষ কোরআন তেলাওয়াত, আজান, হামদ—নাত সহ ইসলামী সংগীত পরিবেশনায় অত্র এলাকার বিভিন্ন স্কুল—মাদ্রাসার শিশু কিশোরদের অংশগ্রহণ করতে দেখা যায়। উক্ত অনুষ্ঠানে নূরনগর ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা, শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওঃ আব্দুল মজিদ, যুব জামাতের উপজেলার সভাপতি সাঈদী হাসান বুলবুল, উপজেলা পশ্চিম শাখার ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সামাদ, ক্রীড়া ও স্কুল মাদ্রাসা কলেজ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন জামাতের সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী নজরুল ইসলাম, সেক্রেটারি নুর আলম, সহকারী অফিস সম্পাদক নাজমুল হোসেন, যুব জামায়াতের সহ—সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, মাহবুব রহমান, রাশিদুল ইসলাম, মেহেদী হাসান বুলবুল প্রমুখ। ইসলামী প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসেবে ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আশরাফুল আলম, প্রাক্তন সুপার আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মাওঃ আব্দুল আলিম ও হাফেজ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান শেষ কোরআন তেলাওয়াত, আজান, ইসলামী সংগীত, হামদ ও নাত সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ ফারুক হোসেন।