কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়াস্থ বাসভবণে উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক আবু জাফর, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাজু, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রুহুল-আমিন, যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মিল্টন মেম্বার, ইসারুল ইসলাম, রিজাপফার আসাদ, সুজন, রানা মেম্বার, আবু রায়হান, খোরশেদ আলম, মোকলেছুর, মিলনসহ বিভিন্ন ইউনিয়নের থ্রি স্টার নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ যুবদলের সকল নেতা-কর্মীদের দলীয় দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান ।