কালিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সহকারী অধ্যাপক মোকলেসুর রহমানের সাথে কালিগঞ্জের বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ওয়াপদা পাঁকার মোড় এলাকায় সংগঠনের কার্যালয়ে কাস্টমস কর্মকর্তা রোজমিন আহম্মেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে বসন্তপুর গ্রামের কৃতি সন্তান মোখলেসুর রহমান বলেন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে আসছে। সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দেখে আমি তাদের সাধুবাদ জানাই। নতুন নতুন কর্মপরিকল্পনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি প্রভাষক কামরুল হাসান, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, তথ্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরিদুল কবীর, দপ্তর সম্পাদক সিদ্দিকুল ইসলাম, সদস্য মাওঃ আলমগীর কবির, মাওঃ আব্দুর রহমান, বিধান চন্দ্র দাশ, আব্দুল করিম, হাবিবুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ।