মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ শ্রীলঙ্কায় বেচতে চায় আদানি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা প্ল্যান্টে বাংলাদেশের জন্য বিদ্যুৎ উৎপাদন করে আদানি গ্রুপ। কিন্তু সা¤প্রতিক সময়ে নানা জটিলতায় এই প্ল্যাটে বাংলাদেশের জন্য বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ অবস্থায় গোড্ডা প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশি অন্যান্য দেশগুলোর (যেমন শ্রীলঙ্কা) কাছে বিক্রি করার কথা ভাবছে আদানি। তবে এক্ষেত্রে বাংলাদেশের সম্মতি নিতে হবে আদানিকে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেসলাইন। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার চাপে পড়েছে আদানি পাওয়ারের এই প্রকল্পটি। প্রকল্পটি টিকিয়ে রাখতে ভারত সরকার গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ দেশের মধ্যে বিক্রি করার অনুমতি দিয়েছে। তবে এর জন্য আদানিকে একটি নতুন ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপন করতে হবে। কারণ বর্তমান নেটওয়ার্কটি শুধুই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য নির্মিত। এখন বাংলাদেশ যদি অনুমোদন দেয়, সেক্ষেত্রে আদানি পাওয়ার গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ শ্রীলঙ্কার কাছে বিক্রি করতে পারবে। এ ক্ষেত্রে ভারতীয় নিয়মকানুনের বড় কোনো বাধা নেই। এ প্রসঙ্গে অন্তবর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দ্য হিন্দু বিজনেসলাইনকে বলেন, ‘বাংলাদেশের জন্য নিবেদিত প্রকল্পটি শ্রীলঙ্কার কাছে বিক্রি করতে হলে, আমার ধারণা, তাদের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মতির প্রয়োজন হবে।’ দ্য হিন্দু বিজনেসলাইন এ ব্যাপারে মন্তব্য জানতে আদানি গ্রুপের কাছে ই—মেইল করলেও তারা কোনো উত্তর দেয়নি। বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশের কাছে আদানি গ্রুপের কয়েক মিলিয়ন ডলার বকেয়া রয়েছে। যদিও সঠিক পরিমাণ কতটা তা নিয়ে দু—পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। বকেয়া না মেটানোর অভিযোগ তুলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার। নাম প্রকাশে অনিচ্ছুক আদানির কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে বিদ্যুতের চাহিদা আরো কমেছে। এতে বিদ্যুতের সরবরাহ কম হয়েছে। ফলে গোড্ডা প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দেশীয় বাজারের পাশাপাশি শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে বিক্রি করতে চাইছে তারা। ভারতীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতে, প্রকল্পটি থেকে শ্রীলঙ্কার কাছে বিদ্যুৎ বিক্রি করা ভারতীয় নিয়মে কোনো সমস্যা হবে না। ১,৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গোড্ডা প্ল্যান্টটি ২০২৩ সালের জুন মাসে চালু করেছিল আদানি পাওয়ার। এদিকে, বাংলাদেশে আদানি প্রকল্পটি যাচাই—বাছাই চলছে। হাইকোর্ট ১১টি প্রকল্পের বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। যার মধ্যে আদানি পাওয়ারও রয়েছে। অন্তর্বর্তী সরকারকে এই উদ্দেশ্যে আন্তর্জাতিক আইন সংস্থা নিয়োগের জন্য বলেছে হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com