মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ আর্ত মানবতার সেবায় নিরন্তর ছুটে চলেছে যশোরের মনিরামপুরের মুফতি ওয়াক্কাস ফাউন্ডেশনের এক ঝাক উদ্যোমি যুবক। ২০২১ সালে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের মুত্যুর পর তার ছেলে রশিদ বিন ওয়াক্কাসের পরিচালনায় ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় ফাউন্ডেশনটি। এরপর থেকে আর্ত মানবতার সেবাই নিয়োজিত থেকে নিরন্তর ছুটে চলেছে তারা। মনিরামপুরের গন্ডি পেরিয়ে সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালি, ফেনী, লক্ষিপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দূর্যোগ কবলিত এলাকায় মানুষের পাশে গিয়ে সহযোগীতার হাত প্রসারিত করেছে ফাউন্ডেশনের একঝাক যুবক। সর্বশেষ সোমবার মনিরামপুরের অসহায় ২৪ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ওয়াক্কাস ফাউন্ডেশনের কর্মকান্ড এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মুফতি ওয়াক্কাস ফাউন্ডেশনের চেয়ারম্যান জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাদানিনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ বিন ওয়াক্কাস জানান, তার পিতা জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক মহাসচিব ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের মৃত্যুর পর ২০২২ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্টিত হবার পর থেকে মনিরামপুরে ভবদহ বন্যাকবিলত এলাকাসহ বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতার হাত প্রসারিত করা হয়েছে। শুধু তাই নয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান রয়েছে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা। অসায় ব্যক্তিদের জন্য গঠন করা হয়েছে স্বাবলম্বী প্রকল্প। তাদের এ নন্দিত উদ্যোগতে স্বাগত জানিয়ে ইতিমধ্যে বিভিন্ন এলাকার দানশীল ব্যক্তিরা অর্থনৈতিক সহযোগীতা করছে এ ফাউন্ডেশনে। ওয়াক্কাস ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের আওয়তায় এলাকার ২৪ জন অসহায় নারীকে সোমবার বিনামূলে প্রদান করা হয়েছে সেলাই মেশিন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ বিন ওয়ক্কাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক বাবুল আকতার ও মুফতি আবু বক্কার সিদ্দিকীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর মোহাম্মদ গাজী,প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, সমবায় অফিসার তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াক্কাস ফাউন্ডেশনের অন্যতম সদস্য মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আবদুল আজিজ, সাধারন সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, হাসান আল মামুন, তাকওয়া ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম খান, মাহমুদুল হাসান, সামছুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে ২৪ জন অসায় নারীকে সেলাই মেশিন প্রদান শেষে সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও ১৯ নভেম্বর ১৪ জন অসহায় নারীকে অনুরূপভাবে সেলাই মেশিন প্রদান করা হয়। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে প্রতিক্রীয়া ব্যক্ত করতে গিয়ে বিজয়রামপুর গ্রামের অসহায় রহিমা খাতুন(৩৫) জানান, ২০২৩ সালে তার স্বামীর( হোটেল শ্রমিক রফিকুল ইসলাম)মৃত্যুর পর তিন সন্তান নিয়ে অত্যন্ত মানবেতর জিবন যাপন করছিলেন। এ সময় ওয়াক্কাস ফাউন্ডেশনের পক্ষ থেকে তার সংসারের দায়িত্ব নেওয়া হয়। তার ওপর এ সেলাই মেশিন পেয়ে তিনি বেশ উচ্ছসিত। প্রধান অতিথি ইউএনও নিশাত তামান্না ফাউন্ডেশনের এ নন্দিত উদ্যোগকে স্বাগত জানিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় এসব নারীকে স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রম্নতী ব্যক্ত করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ বিন ওয়াক্কাস জানান, মুফতি ওয়াক্কাস ফাউন্ডেশনের উদ্যোগে আর্ত মানবতার সেবাই নিয়োজিত থাকতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।