কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামীলীগের নেতাকমীরা বিএনপি’র একটি অফিসে হামলা চালিয়ে অফিস ভাংচুরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১০ নেতাকমীর্কে আহত করার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রোববার রাতে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবতীর্ চারাবাড়ি গ্রামের আহত বিএনপি কমীর্র ভাই আবির হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং—১৩, তারিখ—২২/১২/২০২৪ ইং। মামলার আসামীরা হলেন— উপজেলার কেঁড়াগাছি চারাবাড়ি গ্রামের জনাব আলী বিশ্বাসের ছেলে আজহারুল বিশ্বাস (৪৫), মুনতাজ আলী বিশ্বাসের ছেলে কামরুল বিশ্বাস (৩৫), মৃত শহর আলী বিশ্বাসের ছেলে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মুনছুর আলী বিশ্বাস (৬৫), মৃত আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর মন্ডল ওরফে তারিক ((৫৫), মো. কাসেম মন্ডলের ছেলে জুফিকার আলী (৪৭), জনাব আলী বিশ্বাসের ছেলে আশরাফুল বিশ্বাস (৫০), মৃত অছির গাজির ছেলে মহিদুল ইসলাম গাজি সাবেক ইউপি সদস্য (৫০), মৃত রমজান বিশ্বাসের ছেলে জনাব আলী (৬৮), মৃত নুর ইসলামের চেলে নশিদ সরদার (৫৬), জোহর আলী বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪২), আশরাফ আলীর চেলে আলফা মন্ডল (৪২), শফিকুল গাঝির ছেলে আলিউজ্জামান(৪৮),মৃত আফছার মোড়লের ছেলে মোশাররফ মন্ডল (৬৫)সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন। মামলার তদন্তকারী কর্মকতার্ কে এম নাসির উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ, কেঁড়াগছি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে কৃষক দলের কমিটির গঠন শুরু হয়েছে। ইতোমধ্যে চারাবাড়ি ৮নং ওয়ার্ডেরও কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আওয়ামীলীগের ইউপি সদস্য মুনছুরের নেতৃত্বে একদল আওয়ামী সন্ত্রাসী গত শনিবার ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রুপচাঁদকে দলের কার্যক্রম ধীরে চালানের কথা বলে হুমকী দেয়। এমনকি ওই রাতেই তাকে মারপিট করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে শনিবার রাতেই কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই জের ধরে রোববার সকাল ৮ টায় মুনছুর মেম্বরের নেতৃত্বে আজারুল ইসলাম ,জাহাঙ্গীর হোসেন তারিখ, জুলফিকার আলী, আলফা, জনাব আলী বিশ্বাসসহ ১৫/২০ জনের আওয়ামীলীগের সন্ত্রাসীরা অর্তকীতভাবে তাদের বিএনপি’র দলীয় অফিসে হামলা চালিয়ে অফিস ভাংচুর এবং রুপচাঁদসহ তাদের অংঙ্গ সংগঠনের ১০ জন নেতাকমীর্কে আহত করে। পরে স্থানীয় বিএনপি নেতাকমীর্রা তাদেরকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে।