মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

কয়রায় উগ্রবাদ সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি \ উগ্রবাদী সাদ পন্থি কতৃক টঙ্গীতে তাবলীগের ঘুমন্ত সাথী াইদের কে হত্যার প্রতিবাদে বিচারের দাবিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আমাদী বাজারের প্রধান সড়কে এই মানববন্ধনের আয়োজন করেন, ইত্তেহাদুল ওলামা—কয়রা পাইকগাছা ও সর্বস্তরের মুসল্লিবৃন্দ। ঢাকা টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সাদ পন্থীদের অতর্কিত হামলায় ৪ জন শহীদ ও অসংখ্য আহত সাথী ও নিখোঁজের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সহ¯্রাধিক মানুষের উপস্থিতিতে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মাওঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কয়রা পাইকগাছা জিম্মাদার মার্কাজ মুরব্বী মুফতী কুদরাতুল্লাহ কাসেমী, ইত্তেহাদুল ওলামা কয়রা—পাইকগাছার সদস্য সচিব মাওঃ শরিফুল ইসলাম, হেফাজাতে ইসলামের সহসভাপতি মাওঃ মনিরুল ইসলাম, ইত্তেহাদুল ওলামা সাধারণ সম্পাদক মুফতী অয়েস আহম্মদ, সদস্য মুফতি জমিরুল ইসলাম,মুফতি ইলিয়াস আমিন, মাওঃ আকরাম হোসাইন, আব্দুল খালেক মীরমাওঃ আবুবক্কর, মুফতী খায়রুল আলম, মাওঃ আব্দুল কুদ্দুস, মুফতি আল আমিন, মাওঃ জিয়াউল হকমাৗঃ মিজানুর রহমান, হাফেজ ফরহাদ হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন ইসলামের অপব্যাখ্যাকারী উগ্র সাদপন্থীরা ২০১৮ সালের ১ ডিসেম্বর ইজতেমার মাঠে অতর্কিত হামলা করেছে। এবারো তারা ১৭ ডিসেম্বর রাতে প্রশাসন এবং ওলামায়েকেরামের পূর্ব সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে। তারা তাদের স্বার্থ উদ্ধার করতে সাধারণ রিরীহ মানুষের প্রাণ কেড়ে নিতেও দ্বিধা করেনি। তারা সন্ত্রাসী কর্মকান্ডে দ্বারা দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। বর্তমানে তারা তাদের সন্ত্রাসী কর্মকান্ডের স্পষ্ট পরিচয় প্রকাশ করে ৪ জন নিরীহ মুসলিমকে হত্যা করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আগামী ৭ কর্মদিবসের মধ্যে খুনিদের গ্রেফতার করে ফাঁসি এবং সাদপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com