আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুপেয় পানির প্লান্টের উদ্বোধন ও উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জন আঃ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুপেয় পানির প্লান্টের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সুপেয় পানির প্লান্ট ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আমিনুল কবির। রুপান্তরের উপজেলা সুপার ভাইজার শেখ রজব আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, ওয়াটার এইড বাংলাদেশ এর ডিরেক্টর পার্থ হাফিজ শেখ, ডিজেস্টার ম্যানেজমেন্ট এর ডিরেক্টর ফারুক আহমেদ, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রজেক্ট কোঅর্ডিনেটর রেভিং চাকমা, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ব্যবসায়ী গাউসুল হোসেন রাজ, ওয়াশ প্রকল্পের পিসিআর ইমরান হাসান।