স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বড়দিন ও থার্টি ফাস্টর্ নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ ইমতিয়াজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমিনুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, জেলা আনসার কমান্ডার মোঃ আশরাফুজ্জামান, বিজিবির সুবেদার মোঃ আতিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ ওমর ফারুক, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বনাথ সাধু, প্রধান পুরোহিত ফাদার নরেন জে বৈদ্য, বড়দিন কমিটির সভাপতি হেনরি সরদার, সাধারন সম্পাদক পৌল বৈরাগী, রবিন মন্ডল, শতদল দাস প্রমুখ। এছাড়া খ্রিষ্টান ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, আচার অনুষ্ঠান ও আনন্দ উৎসবের মাধ্যমে বড়দিন পালন করে থাকে। বড়দিনের জেলার সকল গীর্জার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাবে। থার্টি ফাস্টর্ নাইটের মাদক গ্রহণ ও আতশবাজি বন্ধ রাখতে হবে। নাশকতা কর্মকাণ্ড রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল।