স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংগঠনের জেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই। সংগঠনটি সমৃদ্ধি কামনা করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ একেএম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, সদস্য শেখ আব্দুল আজিজ, কাজী আরিফুর রহিম, আবুল কাশেম,নাজিরা বেগম, মনির উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য সংগঠনের পক্ষ থেকে ৪৯ জন উপকার ভোগীর মাঝে ৪ লক্ষ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।