দেবহাটা অফিস \ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে রবিবার উপজেলাস্থ কার্যালয়ে অপেক্ষাকৃত দক্ষ কর্মিদের অংশ গ্রহনে শিক্ষা শিবিরের সফল সমাপ্তি হয়েছে। উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন’র সভাপতিত্বে সেক্রেটারী সাফায়েত হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় জামায়াতের মজলিসের শুরা অন্যতম সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক ও উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সখিপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আশিকুজ্জামান আশিক প্রমুখ। এ সময় উপজেলা ছাত্রশিবিরের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।