মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে নিহত ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: নাটোর সদর উপজেলায় নাটোর—বগুড়া মহাসড়কের আইচাঁদ ব্রিজ এলাকায় একটি ট্রাক রাস্তার ওপরেই দিক পরিবর্তন করছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা আরও পাঁচটি ট্রাকে সেখানে একটি আরেকটির সঙ্গে ধাক্কা দিলে একটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম হোসাইন (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জের নিন্দানিন্দি এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে। স্থানীয় দোকানি মিলন সরদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকাল ৭টার কিছু আগে বালি ভর্তি একটি ডাম্প ট্রাক রাস্তার ওপর ঘুরতে গেলে প্রথমে একটি পাথরবোঝাই ট্রাক এসে ধাক্কা দেয়। এরপর উভয়দিক থেকে আসা আরও চারটি ট্রাক ওই দুই ট্রাকে ধাক্কা দিলে একটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টার পর আহতদের উদ্ধার করেন। ওই ঘটনায় প্রায় দুই ঘণ্টা নাটোর—বগুড়া মহাসড়কে যানজট সৃষ্টি হয়। সদর থানা ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ কুতুবী জানান, আহত চার জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর হাসপাতাল সূত্র জানায়, আহত চার জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হোসাইনের মৃত্যু হয়। আহত সোহাগ ও সাইফুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অবস্থার অবনতি হওয়ায় হায়দার নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নাটোর সদর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সদর থানার একদল পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই মহাসড়ক যানজটমুক্ত করে। এখন যান চলাচল স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com