কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার কাজীরহাট কলেজের আজীবন দাতা সদস্য ও কাজীরহাট বাজার কমিটির দীর্ঘ দিনের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল হামিদ সরদার (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না—– রাজিউন)। তিনি কাজীরহাট বাজার সংলগ্ন ধানঘোরা গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত সোমবার রাত ১১ টা ১৬ মিনিটে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তান,দুই বউমাসহ অংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কাজীরহাট হাইস্কুল মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। জানাযা নামাজ পরিচালনা করেন হাফেজ লুৎফার রহমান। এদিকে জানাযা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কাজীরহাট কলেজের অধ্যক্ষ সহিদুল আলমসহ সকল শিক্ষক কর্মচারী, সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার, ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী, সাঈদ আলী গাজি, মোয়াজ্জেম হোসেন, কাজীরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান, মরহুমের বড় ছেলে তুষারসহ এলাকা ও দুরদুরন্ত থেকে আসা হাজারো মানুষ।