কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ইউনুসেফ এর সহায়তায় প্রকল্পের আওতায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপতিত্বে ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল সেলিম এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মহিলা অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্ত প্রমূখ। প্রশিক্ষণে ৯৬ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী অংশগ্রহণ করেন।