এফএনএস: খুলনায় তামিম (১৬) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকার মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তামিম শিকারির মোড় এলাকার মিজান জমাদ্দারের ছেলে। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, প্রতিদিন সন্ধ্যার পর রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় তামিম। গত সোমবার সন্ধ্যায় রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি যায়নি। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু না অন্যকিছু তা জানাতে পারেনি ওসি।