এফএনএস: বড়দিনে বেনাপোল দিয়ে আমদানি—রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বড়দিন উপলক্ষে বন্দর দিয়ে আমদানি—রপ্তানি বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি—রপ্তানি কার্যক্রম চলবে। সাজেদুর রহমান জানান, বড়দিনে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি—রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দরের উপ—পরিচালক (ট্র্যাফিক) মামুন কবীর তরফদার বলেন, বুধবার বন্দর দিয়ে পণ্য আমদানি—রপ্তানি হবে না। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।