রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আইসিসি র্যাংকিংয়ের সেরা দশে মাহেদি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি—টোয়েন্টি সিরিজটা ৩—০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজে দারুণ উজ্জ্বল ছিলেন বাংলাদেশের বোলাররা। সেই অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারটা এবার র্যাংকিংয়ে পেলেন তারা। বোলারদের পাশাপাশি ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন সিরিজে বাংলাদেশের সেরা আবিষ্কার জাকের আলী অনিক। বাংলাদেশের চার বোলার শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং হাসান মাহমুদ অর্জন করেছেন ক্যারিয়ারসেরা রেটিং, উঠেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে। অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি ১৩ ধাপ এগিয়ে উঠেছেন শীর্ষ দশে। বর্তমানে ১০ম স্থানে রয়েছেন তিনি। মাহেদির পরের অবস্থানে আছেন তাসকিন আহমেদ। ৭ ধাপ উন্নতি করে ১১ নম্বরে উঠেছেন স্পিডস্টার তাসকিন। এছাড়া ২১ ধাপ এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বর্তমানে আছেন ১৭ নম্বরে। পেসার হাসান মাহমুদ এগিয়েছেন ২৩ ধাপ, রয়েছেন ২৪ নম্বরে। বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পারিবারিক কারণে ছুটিতে থাকায় এই সিরিজটা খেলেননি। ৭ ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন ফিজ। এছাড়া উন্নতি করেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ১৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে অবস্থান করছেন তিনি। সিরিজে ব্যাট হাতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জাকের আলী অনিক। বিশাল লাফ দিয়েছেন জাকের। ৮৫ ধাপ উন্নতি করে বর্তমানে ৮৭ নম্বরে রয়েছেন তিনি। টি—টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়েও উন্নতি করেছেন শেখ মাহেদি এবং রিশাদ। ১০ ধাপ উন্নতি করে ৩০তম স্থানে রয়েছেন মাহেদি। অন্যদিকে রিশাদ ১২ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩৬ নম্বরে। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৪ ধাপ এগিয়ে রয়েছেন ৭০তম স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com