বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় খেলায় হাজিরপুর জয়ী আশাশুনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২ বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু তালার প্রকৌশলী ও ঠিকাদার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! সাতক্ষীরায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ফল প্রকাশ প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত \ শতাধিক হাঁস মুরগীর মৃত্যু নূরনগরে অবৈধ বালি উত্তোলনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ আশাশুনির বড়দলে বিনা চাষে সরিষা আবাদে সাফল্য

প্রথম টেস্টে থাকবেন না রশিদ খান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে বক্সিং ডে টেস্ট দিয়ে সাদা পোশাকে মাঠে ফেরার কথা থাকলেও প্রথম টেস্টে খেলা হচ্ছে না রশিদের। পরবর্তীতে আফগানদের স্কোয়াডে যুক্ত হয়েছেন এএম গাজানফার। ২০২১ সালে সর্বশেষ আফগানদের হয়ে টেস্ট খেলেছেন রশিদ। চোট ও বিশ্রামের কারণে এরপর থেকে আর টেস্টে খেলা হয়নি তার। মেডিকেল বিভাগের পরামর্শে লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলা নিয়ে শঙ্কা থাকলেও ১৮ সদস্যের দলে ছিলেন রশিদ। ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে থাকছেন না রশিদ। তবে দ্বিতীয় টেস্টে খেলবেন এই তারকা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। এরপর এএম গাজানফারকে দলে যুক্ত করার ঘোষণা দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন এই স্পিনার। ১৩.৫৭ গড়ে শিকার করেছেন ২১ উইকেট। এখনো টেস্ট ও টি—টোয়েন্টিতে অভিষেক না হলেও আইপিএলে খেলেছেন গাজানফার। এক বিবৃতিতে এসিবি জানিয়েছে, ‘আফগানিস্তান জাতীয় দলের প্রতিভাবান স্লো বোলার এএম গাজানফারকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই টেস্টের জন্য দলে যুক্ত করা হয়েছে।’ রশিদ খেলতে না পারলেও হাশমতউল্লাহ শহীদির নেতৃত্বে বেশ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে আফগানিস্তান। দলে আছেন সেদিকুল্লাহ আতাল, ইসমত আলমর মতো তরুণরা, পাশাপাশি বাহির শাহ, আজমতউল্লাহ ওমরজাই, রহমত শাহর মতো পরীক্ষিতরা দলকে শক্তিশালী করবেন। আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। এরপর আগামী ২ জানুয়ারি দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com