বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার পদ্মপুকুরে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক উপজেলা তথ্য সেবা কেন্দ্র ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে দক্ষিন পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমূখ।