এফএনএস: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল পৌনে চারটায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডস্থ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— নীলফামারী জেলার ডিমলা থানার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই জেলা এবং থানার হরিসের ছেলে নীল দাস (৬০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী পুকুরপাড় এলাকায় ফয়সাল আহমেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন ৬ তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মকর্রত ছিলেন নিহতরা। দায়িত্ব পালনের সময় তারা ভবনের তিনতলার ছাদ থেকে পড়ে বিদ্যুতের তারে পেঁচিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। অন্যান্য শ্রমিকরা তাৎক্ষণিক তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা ছায়াপদ ও নীলকে পরীক্ষা—নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা টিম পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পেঁৗছানোর আগেই স্থানীয়রা আহত নির্মাণ শ্রমিকদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।