দৃষ্টিপাত রিপোর্ট \ সাতক্ষীরা নদ—নদী বেষ্টিত সবুজ শ্যামলের নয়নাভিরাম জেলা হিসেবে অনেক আগেই এই জেলা নিজেকে পরিচিত করেছে। নদী অববাহিকায় এই জেলার জনজীবন বারবার আলোকিত হয়েছে। ভাটির দেশের জোয়ার ভাটার সাতক্ষীরার নদ—নদী গুলো একদা আর্শীবাদ হিসেবে নজসম্রাজ্যকে আলোকিত করলেও সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে জেলার নদ—নদীগুলো অভিশাপে পরিণত হয়েছে। দলখে, দূষণে, শাসনে, নদী শাসনে, অপরিকল্পিত স্লুইজ গেট নির্মাণে, নদীর গতিপথ পরিবর্তন, পরিবর্ধন, সংযোজিত, সংকুচিত সর্বপরি নদীতে বা নদী খাল মুখে স্থাপনা নির্মাণ করে সাতক্ষীরার নদ—নদী গুলোকে অভিশপ্ত করেছে। সেই সাথে নদী ভাংগনের কল্যাণে দেশ হারাচ্ছে ভূ—খন্ড, যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় ঘটছে ছন্দপতন। বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকরণ ইছামতি, প্রতিনিয়ত ভাংছে তো ভাংছে। বছরের পর বছর, যুগ যুগান্তর ইছামতির ভাংগনের ভয়াবহতা সীমান্তপারের জনজীবনকে বিপন্ন করেছে। জেলায় অগনিত নদ—নদী ধুকে ধুকে বার্ধক্যে পরিণত হয়েছে। এক সময়ের প্রমত্ত আর জোয়ার ভাটায় বিধৌত নদ—নদীগুলো মরাখালে পরিণত হয়েছে বিশেষ করে কপোতাক্ষ, বেতনা, কাঁকশিয়ালী, মরিচ্চাপ, যমুনা, সোনাই, গলঘোরিয়া, সাপমারা, গুতিয়াখালী, টিকেট, লাবন্যবতী, হাড়িয়াভাঙ্গা প্রভৃতি নদ—নদী মৃত্যুমুখে পতিত হয়েছে। নদীর বুকে গড়ে উঠেছে স্থাপনা, বসতবাড়ী, ইটভাটা, এক শ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারী নদীর যায়গা বন্দবস্ত পর্যন্ত দিয়েছে যা নদী হত্যার সামিল। নদীর স্রোতই নদীর প্রাণ, জোয়ার ভাটা ব্যতিত নদীর অস্তিত্ব এবং জীবন বিপন্ন। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতা এবং অবিবেচনা সুলভ কর্মযজ্ঞের ফসল অপরিকল্পিতভাবে স্লুইজ গেট স্থাপন, উক্ত স্লুইজগেটের কারণে জোয়ারভাটা স্বাভাবিকতা হারিয়েছে। অবিলম্বে মৃতপ্রায়, অভিশপ্ত নদ—নদী ও শাখা নদী, খালগুলো খনন এবং পুন:খনন অপরিহার্য। সাতক্ষীরার উৎপাদন এবং জনজীবনের প্রাণসঞ্চায় ও পরিবেশ রক্ষায় নদী—নদী গুলোর ভূমিকা অনন্য অসাধারণ কিন্তু জেলার নদ—নদী গুলোর বর্তমান পরিস্থিতি সাতক্ষীরার উৎপাদনকে যেমন বাঁধাগ্রস্থ করছে অনুরূপভাবে জনজীবনকে অস্থিরতায় নিক্ষেপ করছে। শেষ হওয়া এবারের বর্ষা মৌসুমে সাতক্ষীরার মৃত প্রায় নদ—নদী গুলো পানি নিষ্কাষনে কাক্সিক্ষত ভূমিকা রাখতে পারেনি কেবল মাত্র অস্তিত্বহীন খালে পরিণত হওয়ায়। শাখা নদ—নদী ও খালের অযোগ্যতায় শস্য ক্ষেত ডুবেছে। সবজি ক্ষেত নষ্ট হয়েছে। চিংড়ী ঘের তলিয়ে শত শত কোটি টাকার চিংড়ী ভেসে গেছে। আর এ সবের কারণে সাতক্ষীরার উৎপাদন ব্যবস্থায় ঢস নেমেছে। এই মুহূর্তে নদ—নদী ও শাখা খাল গুলো খনন এবং পুনঃখনন যেমন জরুরী সে অপেক্ষা অধিকতর জরুরী নদীর সীমানা এবং নদীর যায়গা নদীকে ফিরিয়ে দেওয়া। গত কয়েক বছরে একাধিক বার জেলার শুকিয়ে যাওয়া, ভরাট হওয়া মৃত প্রায় খাল ও শাখা নদী পুনঃখনন কাজ পরিচালিত হলেও অনিয়ম আর দুর্নীতির কারণে কার্যত: সুফল পাওয়া যাইনি। জেলার অর্থনীতি, উৎপাদন, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, নদী ভাংগন রোধ সর্বপরি পরিবেশ রক্ষায় অবিলম্বে নদ—নদী, শাখা নদী ও খালগুলোকে যৌবনে ফিরিয়ে আনতে হবে।