খুলনা প্রতিনিধি \ গত কাল ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে খুলনা বাবুখান রোডের সেন্ট জোসেফ চার্চ পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। এ সময় প্রভু বিশপ জেমস রমেন বৈরাগী এবং পালক পুরোহিত রেভা: ফা: যাকোব এস বিশ্বাস তাঁকে স্বাগত জানান। পুলিশ কমিশনার তাঁদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কাটেন। তিনি গির্জায় আগত পুণ্যার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে। সেই শান্তির বাণী নিজেদের মধ্যে ধারণ করলে কোন বিভেদ থাকে না। আমরা ধর্মীয় সংহতি চাই। আজকের এই দিনে আমরা প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে সুখ সমৃদ্ধি কামনা করবো। এসময় কেএমপি’র এডিসি (সাউথ), খুলনা থানার অফিসার ইনচার্জ এবং পুণ্যার্থীগণ উপস্থিত ছিলেন।