আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা এর অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় তাদেরকে আটক করা হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর দায়িত্বরত এসআই বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়দল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে মোঃ শেখ সোহাগ (২৬) ও আয়ুব আলীর ছেলে মোঃ স্বজল মালি (২১)কে নিজ নিজ বাড়িতে থেকে মাদকসহ আটক করা হয়। তাদের দুই জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।